বাঁশির আওয়াজে কম্পিত মুরাদনগর!

কুমিল্লার মুরাদনগরে আজ (শুক্রবার) ছিলো ২১টি ইউনিয়নের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। সব প্রার্থীরা সমবেত হয়েছিলো স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মার্কা নেয়ার জন্য। সমাগম না ঘটানোর নির্দেশনা থাকলেও মিছিলে মিছিলে জনসমূদ্রে রূপ নেয় উপজেলার চারপাশ।

প্রত্যেক প্রার্থীর সমর্থকদের হাতে ছিলো ভূভূজেলা বাঁশি। বাঁশির আওয়াজে থমথমে পরিবেশে সৃষ্টি হয়।

অপরদিকে, উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৫’শত শিক্ষার্থী টিকা নিতে এসে পড়েন বিব্রতকর পরিস্থিতিতে। উপজেলা সদরের আশপাশের সড়কে প্রায় ৩ কিলোমিটার জুড়ে ছিলো যানযট। ফলে একদিকে ভোগান্তিতে পরেন পথচারী অপরদিকে উৎসবের আমেজ দেখা যায় প্রার্থী সমর্থকদের মাঝে। সবমিলিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় অর্ধ লক্ষ লোকের সমাগম ঘটে উপজেলা সদরে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩১শে জানুয়ারি উপজেলার ২১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তারই ফলশ্রুতিতে গত ৩ জানুয়ারি ছিলো মনোনয়ন পত্র দাখিল ও ৬ জানুয়ারি ছিলো যাচাই বাছাই এবং ১৩ জানুয়ারি ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নাজমুল আলম বলেন, ১৫ জানুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দেয়া শেষ করার নির্দেশনা রয়েছে। সেই সুবাদে শুক্রবার বন্ধের দিনেও ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৫’শ শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হয়েছে।

ভোগান্তিতে পড়া বেশ কয়েকজন সাধারণ পথচারী বলেন, অন্যদিনের চাইতে বেশ কয়েকগুন ভাড়া গুনলেও স্বাদচ্ছন্দে গন্তব্যে যাওয়া যায়নি। কারণ ৩ কিলোমিটার জুড়ে ছিলো যানযট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের চেষ্টার কমতি ছিলো না। চিন্তার বাহিরে লোক সমাগম হয়েছে।

নাজিম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর