ডোমিঙ্গোই থাকছেন হেড কোচ

বাংলাদেশ ক্রিকেট দলের আপাতত হেড কোচ হিসেবে থাকছেন রাসেল ডোমিঙ্গোই। ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অপরারেশন্স চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করছেন। এর আগে ২০১৯ সালে ডোমিঙ্গোকেই জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট দলের কোচ দুই বছরের জন্য দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচ। ২০২২ সালে এসে আবারও একই দায়িত্ব পেলেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতায় রাসেল ডমিঙ্গোর চেয়ার এমনিতেই নড়বড়ে ছিল। গেল বছরের নভেম্বরেই ডমিঙ্গোকে ছাঁটাই করার গুঞ্জন উঠেছিল। নিউজিল্যান্ড সিরিজের পরই তাকে ছেঁটে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু সিরিজটি শেষ হতেই জানা গেল উল্টো খবর। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, হেড কোচ হিসেবে আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর