শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা নিতে চায় শোষকরা

রোববার (৯ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে বলেন এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে, তাঁকে হত্যা করে ক্ষমতা দখল করতে চায় শোষকরা।

এ সময় তিনি বলেন, আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে সেদিকে লক্ষ্য রাখা। ‘

তিনি আরো বলেন, শিক্ষায় আমরা এখনও পিছিয়ে। আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। এর মধ্যে ২০ ভাগ নাম লেখতে পারে। ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের অনাহারে সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন পরিকল্পনামন্ত্রী। শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

বার্তাবাজার/আর এম সাফিন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর