আনন্দমুখর পরিবেশে চলছে আশুলিয়া প্রেসক্লাবের ষষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন

আনন্দমুখর পরিবেশে চলছে আশুলিয়া প্রেসক্লাবের ষষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ভোট গ্রহন শুরু হয়। শেষ হবে বেলা ২.৩০ মিনিটে।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জিটিভি সাংবাদিক আইয়ুব খান, সাভার উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া থানার অফিসার ইন-চার্জ শেখ রিজাউল হক (দিপু) সহ সাভার ও ধামরাই প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫টি ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য মোট ভোটার ৫৪ জন হলেও আইসিটি মামলার জটিলতার কারণে একজন ভোটার অনুপস্থিত রয়েছেন।

সভাপতি পদের দুই প্রার্থী শহীদুল্লাহ মুন্সী এবং মোজাফফর হোসাইন জয় নিজ নিজ ভোট প্রদান করেছেন।

সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী আশুলিয়া প্রেসক্লাবের ষষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কে বিজয়ী হতে যাচ্ছেন তা জানতে উদগ্রীব সকলকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর