পাকুন্দিয়া পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আগামী ০২ নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, পৌর নির্বাচন উপলক্ষে চার মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ০৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ ও ইসলামী আন্দোলন প্রার্থী মাও. আতাহার আলী হাতপাখা প্রতীক পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভার প্রথম মেয়র উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন পেয়েছেন মোবাইল। বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌরসভার বর্তমান মেয়র মোঃ আক্তারুজ্জামান খোকন পেয়েছেন নারিকেল গাছ।
১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শফিকুল ইসলাম আরিফ পেয়েছেন পানির বোতল, তৌফিক পেয়েছেন উটপাখি।
২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুক্তার উদ্দীন উটপাখি, মনজুরুল হক পাঞ্জাবি, রাকিবুল আলম (ছোটন) পানির বোতল, হাবিবুর রহমান ডালিম।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ মাহফুজুর রহমান উটপাখি, মোঃ আব্দুল আহাদ পানির বোতল, হাসান মামুন পাঞ্জাবি।

সংরক্ষিত ১ নং ওয়ার্ডে (১. ২ ও ৩নং ওয়ার্ড) কাউন্সিলর পদে মাহবুবা আক্তার অটোরিক্সা মোছাঃ নাসরিন আক্তার প্রিয়া আনারস মোছাঃ ফাতেমা আক্তার রেখা জবা ফুল শাহিদা আক্তার ( পলি) চশমা।
৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নূর মোহাম্মদ আলী উটপাখি, মুজাহিদুল ইসলাম পাঞ্জাবি, মোবারক হোসেন ডালিম।
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমিনুল হক মানিক ডালিম, মোহাম্মদ আসাদ মিয়া উটপাখি, মোঃ জাহাঙ্গীর আলম পাঞ্জাবি, রফিকুল ইসলাম ব্ল্যাকবোর্ড, মোঃ শফিকুল ইসলাম সুজন চেবিল ল্যাম্প, মোঃ সুমন মিয়া পানির বোতল।
৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মকবুল হোসেন উটপাখি, মোঃ মাহমুদুল হাসান এর বোতল, সুজন লাট পাঞ্জাবি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. উম্মে কুলসুম। তিনি সংরক্ষিত ২নং ওয়ার্ডে (৪. ৫ ও ৬নং ওয়ার্ড) কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নাসির উদ্দিন উটপাখি, কফিল উদ্দিন পাঞ্জাবি।

৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ সিদ্দিক হোসেন রিপন পানির বোতল, আঃ কদ্দুছ উটপাখি।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আব্দুল বাতেন পাঞ্জাবি।, মোঃ মস্তোফা কামাল পানির বোতল, মোঃ হুমায়ুন কবির উটপাখি।
সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে (৭. ৮ ও ৯নং ওয়ার্ড) কাউন্সিলর পদে মোছাঃ আফরোজা খাতুন জবা ফুল, মোছাঃ রোকিয়া বেগম চশমা, মোছাঃ হাবিবা খাতুন আনারস প্রতীক পেয়েছেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ডে ১১ কেন্দ্রের ৭৫ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ১৪৪ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন, মহিলা ভোটার ১১ হাজার ৮১২ জন ভোটারকে এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

হুমায়ুন কবির/শাহরিয়া/বার্তা/বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর