দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপিতে ভোট: তফসিলে পরিবর্তন

দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিলে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাই, আপিল দাখিল ও আপিল নিষ্পত্তি সময়সীমার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইসি জানায়, পুনর্নির্ধারণ অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর (বৃহস্পতিবার) হনে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আর দায়েরকরা আপিল নিষ্পত্তির সময় ২৫ অক্টোবর।

তবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দের সময় ২৭ অক্টোবর ও ভোটগ্রহণের সময় ১১ নভেম্বর অপরিবর্তিত থাকবে।

এর আগে দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা দেয় ইসি। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ইসি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর