ভারত থেকে আরও ১০ লাখ টিকা আসছে

বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে কেনা ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা দেশে আসছে। ভারতের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ৯ অক্টোবর ভারত থেকে ১০ লাখ টিকা ঢাকায় আসে। এখন পর্যন্ত ভারত থেকে উপহার ও কেনা টিকা মিলিয়ে ১ কোটি ১৩ লাখ টিকা এসেছে। এর মধ্যে কেনা টিকা এসেছে ৮০ লাখ ও উপহারের টিকা এসেছে ৩৩ লাখ।

চলতি বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা আসে দেশে। এরপর ২৩ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান ও ৯ অক্টোবর আসে তৃতীয় চালান। তিন চালানে কেনা ৮০ লাখ টিকা দেশে আসে।

এছাড়া বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার পাঠায় ভারত। বাংলাদেশকে চলতি বছরের ২১ জানুয়ারি প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা দেয় ভারত।

এরপর ২৬ মার্চ দ্বিতীয় দফায় ১২ লাখ ডোজ ও ৮ এপ্রিল তৃতীয় দফায় বাংলাদেশকে ১ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয় ভারত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর