১ কোটি স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সী ১ কোটি শিক্ষার্থীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে আজ স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে আমরা ফাইজারের টিকা দেবো। আমাদের দেশে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থী রয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের টিকা দেবো।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে ৬০ লাখ টিকা মজুত রয়েছে। আমরা প্রাথমিকভাবে ৩০ লাখ ছাত্র-ছাত্রীদের টিকা দেবো। তাদের ফাইজারের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা সব শিক্ষার্থীদের টিকা দেবো।

তিনি আরও বলেন, ফাইজারের টিকা ভালো ও নিরাপদ। ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য দেশে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এ কারণে আমরাও ছাত্র-ছাত্রীদের ফাইজারের টিকা দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদে থাকুক।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর