বিএনপি-জামায়াতের ইন্ধনে কুমিল্লার ঘটনা ঘটেছে: হানিফ

দেশকে অস্থিতিশীল করার জন্যই কুমিল্লায় মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একইসঙ্গে এ ঘটনায় বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের পরিচিতি সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের কোনো লোক পবিত্র কোরআন শরিফ রেখেছিল, এ কথা পাগলেও বিশ্বাস করবে না। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই এ কাজ করা হয়েছে।

মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের উন্নয়নে যারা কাতর সেই বিএনপি-জামায়াতের ইন্ধনেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার মাধ্যমে তারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সরকার ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে তাদের কঠোরভাবে দমন করা হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর