বাঁচা-মরার ম্যাচে বিকেলে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। লিগপর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

সাফের ফাইনাল নিশ্চিত করতে চাইলে যেকোনো মূল্যে নেপালকে হারাতে হবে। এই ম্যাচটি ড্র হলে ফাইনালের টিকিট কাটবে নেপাল। যার যদি বাংলাদেশ তাদের হারাতে পারে তাহলে চতুর্থবারের মত সাফের ফাইনালের টিকিট কাটবে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের পাশাপাশি ভারতের জন্যও আজকের ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ। আজ রাত ১০টায় তারা স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে। জয়ব্যাতীত অন্য কোনো ফল পেলে প্রথম পর্ব থেকে বাদ পড়তে হবে সুনীল ছেত্রীদের।

নেপালের বিপক্ষে এই ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আজকের ম্যাচে আমাদের জিততেই হবে। আমরা আজকের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের জন্য সুন্দর একটি দিন অপেক্ষায় আছে।

সর্বশেষ দেখায় নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এর আগের দেখায় নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে সাফে ১৬ বছর আগে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নেপালের কাছে ৩ ম্যাচে হেরেছে তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর