জামিন পাননি হেলেনা জাহাঙ্গীর

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে বহিষ্কৃত নেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তিন মামলায় জামিন পেয়েছেন হেলেনা জাহাঙ্গীর। কিন্তু গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জামিন মেলেনি তার। এজন্য কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র‍্যাব।

পরে ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার অভিযোগে ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। পৃথক চার মামলায় কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। গত ১৭ আগস্ট একটি ও ২১ সেপ্টেম্বর দুইটি মামলায় জামিন পান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর