ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু, সাকিবকে নিয়েই মাঠে নামলো কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে আজ মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আইপিএলের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ মাঠে নেমেছে দুইদল। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাঙ্গালুরু ও কলকাতার একাদশে কোনো পরিবর্তন আসেনি। কলকাতার একাদশে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইপিএলের এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আজ এলিমিনেটর ম্যাচে জয়ী দল আগামী ১৩ অক্টোবর দিল্লির বিপক্ষে লড়বে। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, নিতিশ রানা, রাহুল ট্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিভাম মাভি ও ভরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকেল, শ্রীকার ভারত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হার্শেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর