ইভ্যালির প্রতারণা: আইনের আওতায় আনা হতে পারে তাহসান-ফারিয়াকে

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার সঙ্গে তাহসান খান ও শবনম ফারিয়ার দায় থাকলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন তাহসান। গত ১০ মার্চ অনলাইনে ইভ্যালি তাহসানকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে। তবে মে মাসের মাঝামাঝিতে ইভ্যালি থেকে সরে দাঁড়ান তাহসান।

অন্যদিকে গত জুনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া। পরবর্তীতে তিনিও ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান। তিনি জানান, ইভ্যালি থেকে বেতনের কোনো টাকায় পাননি তিনি।

উল্লেখ্য, গ্রাহকের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার হন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীম নাসরিন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর