বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে ব্যাঙ্গালুরু-কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের এলিমিনেটর ম্যাচে আজ সোমবার (১১ অক্টোবর) মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আইপিএলের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাইলে আজকের ম্যাচে জিততে হবে কলকাতাকে। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

যদিও আইপিএল ছেড়ে সাকিবের দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সাকিব এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। কলকাতার টিম হোটেলেই আছেন তিনি। যার ফলে আজ একাদশে দেখা যেতেও পারে সাকিবকে।

ইতোমধ্যে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। আজ এলিমিনেটর ম্যাচ যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে হারা দিল্লির মুখোমুখি হবে।

আগামী ১৩ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে যারা জিতবে তারা চেন্নাইয়ের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। আগামী ১৫ অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর