দুর্নীতি মামলায় জামিন হয়নি ওসি প্রদীপের

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় জামিন মিলেনি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের। তার করা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১লা সেপ্টেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। তবে প্রদীপ গ্রেফতার হওয়ার পর থেকেই চুমকি পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হন। এ ঘটনায় গত বছরের ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। মামলায় আসামি করা হয়েছে প্রদীপসহ ১৫ জনকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর