চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে

চলতি মাসেই দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো খোলা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অবস্থা ভালো নয়। তাই বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর