সেই রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার অন্যতম আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। শুক্রবার (২৩ মার্চ) সকালে আদালত তার রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করেন।

এর আগে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে এক বছরের জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রুহুল আমিনের নির্দেশে ১০,১২ জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী-সন্তানদের বেঁধে ওই নারীকে গণর্ধষণ ও মারধর করে।

এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিনকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন। মামলার পর গত ২ জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর