‘দেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে’

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলছেন, দেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির ডিঙি রেস্টুরেন্ট সংলগ্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

মুখ্যসচিব বলেন, ‘৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এর আগে আমরা ৩৪ লাখ টিকা দিয়েছি। আজ ন্যূনতম ৭৫ লাখ টিকা দেওয়া হবে। এরপর আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনের এই শুভক্ষণে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে আমরা ব্যাপক হারে টিকা দেবো। এতে যারা টিকার জন্য অপেক্ষমাণ রয়েছেন, তাদের তালিকা শেষ হবে।’

ড. আহমদ কায়কাউস বলেন, ‘এখন ২৫ বছর পর্যন্ত টিকা নেয়ার বয়সসীমা রয়েছে। এটাও আমরা ধাপে ধাপে নামিয়ে আনবো। আমরা আশা করছি এ বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে, তা বাস্তবায়িত হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর