এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সূচিতে দেখা যায়, ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। আর ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

দুই শিফটে হবে পরীক্ষা। প্রথম শিফটে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে বেলা সাড়ে ১১টায়। আর দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে ও শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।

অন্যদিকে এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে হবে পরীক্ষা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর