এবার সুইজারল্যান্ডে সমকামী বিয়ে অনুমোদন

গনভোটের মাধ্যমে সমকামীদের বিয়েকে সমর্থন দিয়েছে সুইজারল্যান্ড। নাগরিকদের ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এবিষয়ে গণভোট পরে প্রায় ৬০ শতাংশ।

তবে এই বিষয়ে বিরোধতা করেছে দেশটির ধর্মীয় এবং রক্ষণশীল রাজনৈতিক দলগুলো। এর মধ্য দিয়ে দেশটি এ ধরনের বিয়ের ক্ষেত্রে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কাতারে এলো।

তাদের অভিযোগ ছিল, এ বিয়ে অনুমোদন পেলে তা দেশের প্রচলিত পরিবার ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। খবর বিবিসির।

২০০৭ সাল থেকেই সমকামীদের মধ্যে পার্টনারশিপের অনুমোদন ছিল সুইজারল্যান্ডে। তবে কিছু অধিকারের সীমাবদ্ধতা ছিল।

তবে সমকামীরা সন্তান দত্তক নিতে পারবেন। সেই সাথে অন্য শুক্রানো ব্যবহার করে সন্তান নিতেও পারবে। তবে সুইজারল্যান্ডে সমকামী বিয়ের মতো অনেক বড় সিদ্ধান্তই দেশব্যাপী গণভোটের মাধ্যমে নেওয়া হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর