এবার জাতিসংঘের সামনে আ’লীগ-বিএনপির মুখোমুখি সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যেই মুখোমুখি সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে উভয় দল পক্ষে-বিপক্ষে এই কর্মসূচি পালন করেন।

সমাবেশস্থলে বাস্তবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উভয় দলের উচ্চ কন্ঠের শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। দুই দলই তাদের দলীয় শ্লোগানে উত্তেজিত ছিল।

তুমুল এই স্লোগান-যুদ্ধের সময় মধ্যখানে অবস্থান নেয়া নিউইয়র্কের পুলিশ কিংকর্তব্যবিমূঢ় হলেও হাস্যরসাত্মক আমেজে ছিলেন। আওয়ামী লীগ এবং বিএনপির নামও তারা মুখস্ত করেছেন স্লোগানের তালে তালে।

জন এফ কেনেডি এয়ারপোর্টের ন্যায় জাতিসংঘের সামনের এই কর্মসূচিতেও আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীর সংখ্যা বেশি ছিল। বোস্টন, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, আরকানসাস, কানেকটিকাট থেকেও এসেছিলেন আওয়ামী পরিবারের সদস্যরা। শেখ হাসিনাকে বিশ্বনেতা অভিহিত করে দেয়া স্লোগানে নেতৃত্ব প্রদানকারিগণের মধ্যে ছিলেন সিদ্দিকুর রহমান, এম এ সালাম, ড. প্রদীপ কর, জাকারিয়া চৌধুরী, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আব্দুল কাদের মিয়া, কাজী কয়েস, আব্দুর রহিম বাদশা, আবুল মনসুর, সৈয়দ বসারত আলী, শাহীন আজমল, হাজী এনাম, সুব্রত তালুকদার, আজিজুল হক খোকন, দরুদ মিয়া রনেল, মোর্শেদা জামান, ইকবাল ইউসুফ, রহিম নিহাল, আবু তাহের, নাজিম উদ্দিন, নূরল আমিন বাবু প্রমুখ। যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জামাল হোসেন, খন্দকার জাহিদ এবং আবরার সীমনও।

অপরদিকে, বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বেবী নাজনীন, আশিক রহমান, গিয়াস আহমেদ, আলহাজ্ব বাবরউদ্দিন, জিল্লুর রহমান জিল্লু মিল্টন ভূইয়া, মোশারফ হোসেন সবুজ, গোলাম ফারুক শাহীন, হাবিবুর রহমান সেলিম রেজা, আবু তাহের, এম এ বাতিন, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ, আমানত হোসেন, জসীমউদ্দিন ভিপি, জসীম ভূইয়া, কাজী আসাদুল্লাহ, সোহরাব হোসেন, শাহাদৎ হোসেন রাজু, নীরা রাব্বানী, কাওসার আহমেদ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, রুহুল আমিন নাসির, মাজহারুল ইসলাম জনী প্রমুখ।

নিজনিজ কর্মসূচির বিরতি দিয়ে উভয় দলের নেতাকর্মীরা একই স্থানে জুমার নামাজ আদায় করেছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখান উপস্থিতদের মধ্যে কলা ও ক্রশান বিতরণ করেন। আর বিএনপির নেতৃবৃন্দ বিতরণ করেন বিরিয়ানি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর