নরসিংদীতে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলার নিম্ন আয়ের সাড়ে ১২ হাজার পরিবারের মাঝে চাল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ শুরু করেছে মমজিদ মোল্লা ফাউন্ডেশন।

শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকালে মনোহরদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উক্ত কর্মসূচির অংশ হিসাবে প্রত‍্যেক পরিবারকে ২৫ কেজির এক বস্তা করে চাউল ২০০ টাকা যাতায়াত ভাড়া ও ৪টি করে মাস্ক প্রদান করা হয়। মনোহরদীতে মোট ২ হাজার ১৫ বস্তা চাউল ও ৪৯ হাজার ৮০০ মাস্ক বিতরণ করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী এ‍্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব‍্যবস্হাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাসেম, পৌরসভা মেয়র আমিনুর রশীদ সুজন ।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর