গুরুদাসপুরে সোঁতিজাল উচ্ছেদ করে পুড়িয়ে দিয়েছে প্রশাসন

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে ৩টি সুতিজাল উচ্ছেদ করে পোড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের নির্দেশনায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের অবদা বাজার সংলগ্ন নন্দকুঁজা নদীত ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.আবু রাসেল।

উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন বলেন, নদীর পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি বাঁধা দেওয়ার কারনে এই সোতিজাল স্থাপন করা হয়। অবৈধ সুতিজাল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং অব্যাহ থাকবে। চলনবিল,আত্রাই,নন্দকুঁজাসহ যে সকল নদীতে সোতিজাল স্থাপন করা হয়েছে বা হবে সেগুলো উচ্ছেদ করা হবে।

মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর