এডিবি থেকে বাংলাদেশ পাচ্ছে ১২০০ কোটি ডলার

মহামার করোনা পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদে। এ ক্ষতির কাটিয়ে ওঠাসহ বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, সবুজ শিল্পায়ন, জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১ হাজার ২০০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তর থেকে নতুন এই কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ঘোষণা করা হয়। আগামী ৫ বছরে (২০২১-২০২৫) পর্যায়ক্রমে এই সহায়তা পাবে বাংলাদেশ।

এডিবি বলেছে, ‘এই সহায়তার মাধ্যমে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হবে। এর ফলে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করবে। পাশাপাশি মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে আর্থ-সামাজিক খাতকে সহায়তা করবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর