দিনে ৪০ মিনিটের বেশি চালানো যাবে না টিকটক

টিকটকারদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। অ্যাপটির নতুন এ নিয়মে যাদের বয়স ১৪ বছরের নিচে তারা দিনে ৪০ মিনিটের বেশি সময় টিকটকে থাকতে পারবে না।

টিকটকের চাইনিজ ভার্সন ডুয়িং নতুন এই নিয়ম চালু করেছে। ইয়ুথ মুড নামে তারা টিকটকের নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে অযাচিত ভিডিও সামনে আসবে না বলেও জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেন, ইয়ুথ মুডের মাধ্যমে চৌদ্দ বছরের নিচে যারা রয়েছে তারা দিনে মাত্র ৪০ মিনিট টিকটক ব্যবহারের সুযোগ পাবে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই সময়ের মধ্যে ৪০ মিনিটের জন্য তাদের টিকটক ব্যবহার করতে হবে।

এদিকে টিকটকের ইতিহাসে এমন কঠিন পদক্ষেপ আগে নেওয়া হয়নি বলে দাবি করেছেন অ্যাপটির কর্তৃপক্ষ। চলতি বছরই চীন সরকার ইন্টারনেট ব্যবহারে নতুন নীতিমালা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দেশে উইচ্যাট নামের ম্যাসেজিং অ্যাপটিও ইয়ুথ মুড চালু করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর