তিনটি ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ম মানতে দেখছি। যারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে তাদের প্রত্যেকের দুটি ক্লাস। দুটি ক্লাসের সময় ৮০ মিনিট। অভিভাবকরা ভাবছেন, বাচ্চারা দূর-দূরান্ত থেকে আসছে, এটা বাড়িয়ে চারটি ক্লাস করে দেওয়া যায় কিনা। কিন্তু চারটি ক্লাস করতে হলে খাবারের বিষয় থাকবে। তখন আবার মাস্ক খুলতে হবে। বাড়ি থেকে খাবার নিয়ে এলে শেয়ারিং হবে। এতে করোনার ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই আমরা এখন চিন্তা করছি তিনটি ক্লাস নেওয়া যায় কিনা। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো।’

রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন বলেন, ‘আমরা তো ছয় দিন ক্লাস করছি। নতুন কারিকুলামে যখন যাবো তখন পাঁচ দিন শ্রেণি পাঠদান করার কথা। দ্বাদশ ও দশম শ্রেণি প্রতিদিনই ক্লাস করছে। বাকি ৪টি শ্রেণি চার দিন আসছে। বাকি দুদিনে অষ্টম ও নবম শ্রেণি আসুক।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর