চট্টগ্রামে ওসি পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ৩

চট্টগ্রামে কোতোয়ালী থানার ওসি পরিচয়ে এক ব্যবসায়ীর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে আসাদ গঞ্জের এক ব্যবসায়ীর নিকট হতে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে গ্রেফতারের কথা জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আজিম হোসেন প্রকাশ ইমন (২৭), মোঃ আরিফ হোসেন (৩০) ও মোঃ তারেক (২২)।

ওসি নেজাম জানান, গ্রেফতার মোঃ আজিম হোসেন প্রকাশ ইমন গত ১৫ সেপ্টেম্বর বিকেলে আসাদগঞ্জের ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানের কাছে কল করে কোতোয়ালী থানার ওসি বলে পরিচয় দেয় এবং তাকে নানান ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। লুৎফর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা সহ ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। হুমকির পর ইমন তার সহযোগী মোঃ আরিফ হোসেনের নগদ নম্বরে ১ হাজার ৫০০ টাকা পাঠাতে বলে। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মোঃ আজিম হোসেন প্রকাশ ইমন পুনরায় নগদে টাকা পাঠাতে বললে ব্যবসায়ী লুৎফর রহমান বিষয়টি পুলিশকে অবহিত করেন।

বিষয়টি জানার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওসি পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ৩ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা দাবির কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নেজাম।

হুমায়ুন /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর