শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ বাড়ার সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে এখন পর্যন্ত করোভাইরাসের সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে সংক্রমণ বাড়ার কোনো লক্ষণ নেই। তবে সবাইকে সচেতন থাকতে হবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সকল প্রস্তুতি নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ঠিক রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, স্কুল-কলেজে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলছে। এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক। উৎসাহ উদ্দীপনা নিয়েই ক্লাস করছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে সন্তানদের জন্য স্কুলের বাইরে অভিভাবকরা অবস্থান করেন। এক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর