আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদে সিরিজ বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) তালেবানের গাড়ি লক্ষ্য করে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বহু হতাহতের ঘটনা ঘটে। তালেবান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে আইএস। হামলার পর জালালাবাদ থেকে সন্দেহভাজন অনেককেই আটক করা হয়।

হামলায় কাবুলে দুইজন ও জালালাবাদে পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে তালেবান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। ২০ বছর পর দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়েছে তারা। ক্ষমতা নিয়ে দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর