র‍্যাবের হাতে মানবপাচার চক্রের ১৬ সদস্য গ্রেফতার

র‍্যাব-৫ (রাজশাহী) এর সিপিসি-২(নাটোর) ক্যাম্পের একটি অভিযানিক দলের অভিযানে মানব পাচারকারী চক্রের ১৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার এলাকার স্বর্ণকার পট্টিতে অবস্থিত “হোটেল ওয়েলকাম” নামের একটি আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে নগদ ১,০৯০২০/- (এক লক্ষ নয় হাজার বিশ) টাকা, ৮০ পিস নিরাপদ কনডম, জেল- ০৪ পিস, নারিকেল তেল- ০৪ বোতল, ভিজিটিং কার্ড- ১০০ টি এবং ২১টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ আমিনুল (৩৮), পিতা- মোঃ আবেদ সরকার, সাং- রামচন্দনপুর, মোঃ আসাদ আলী@সুজন, পিতা-মোঃ নওশাদ আলি, মোঃ সাধীন (২৮), পিতা-মৃত বাবলুর রহমান, উভয় সাং-দর্গাপারা, মোঃ গোলাম রব্বানী@ বাপ্পি (৩৫), সাং-মৃত মাজদার রহমান, সাং- হোসনিগঞ্জ, সর্ব থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, শ্রী সুজন (৩২), পিতা- মৃত শিশিন চন্দ্র দাস, সাং- নিজবাড়ী, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী, মোঃ শহিদুল (২২), পিতা- মোঃ তমসের আলী, সাং- পাচু বাড়ী, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী, মোঃ মোকলেছুর রহমান (৪৮), পিতা- মোঃ একরাম, সাং- ছত্রগাছা, মোঃ নসিব আলী (২৫), পিতা- মৃত সাহাদ আলী, সাং- নারায়নপুর, উভয় থানা- বেলপুকুর, জেলা- রাজশাহী, মোঃ শাহিন (৩৩), পিতা- মৃত রমজান আলী @ আজিজুর, সাং- হাদির মোড়, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহীসহ আরো ০৭ জন নারী সদস্য’কে আটক করে।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের অফিসার ও ফোর্স।

উপরোক্ত ঘটনায় উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

সাকলাইন শুভ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর