৩০০ স্থানের ঘরে হাতুড়ি-শাবল দিয়ে আঘাত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০০ স্থানের আশ্রয়ণ প্রকল্পের ঘরের দরজা-জানালায় হাতুড়ি-শাবলের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি দুর্নীতি কমিশনকে বলবো এর তদন্ত করতে। তাদের রিপোর্ট দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত কম করে হলেও ১০ লাখ মানুষকে আমি ঘর তৈরি করে দিয়েছি। আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে আমরা তদন্ত করেছি। আমরা ৯টি জায়গায় দুর্নীতি পেয়েছি। ১০-১২টা স্থানে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ধসে ঘর ভেঙে গেছে। আর ৩০০টি স্থানে হাতুড়ি-শাবল দিয়ে খুচিয়ে খুচিয়ে ঘর ভাঙা হয়েছে। এটা তো দুর্নীতির জন্য হয়নি। এটা কারা করল?

আইনশৃঙ্খলা বাহিনী এ নাশকতাকারীদের খোঁজে তদন্তে নেমেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও তদন্ত করে গ্রেফতারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর