পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষক গ্রেফতার ৪

গাইবান্ধার পলাশবাড়িতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬ তক্ষকসহ (টক্কর সাপ) ৪জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৩।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মো. আব্দুর রাজ্জাক খান বিষয়টি জানিয়েছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন শাহজাহান (৪০), ওসমানগণি (৪০),জাকির হোসেন (২৬),সাহাবুল।

কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রাম হতে প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির ৬টি তক্ষকে জব্দ করা হয়। ৬টি তক্ষকের (টক্কর সাপ) আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এগুলো বাংলাদেশ থেকে ভারত হয়ে অন্যত্র পাচারের উদ্দেশে এখানে আনা হয়।

এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে এই তক্ষকগুলা ছেড়ে দেয়া বন জঙ্গলে।

সুমন মিয়া/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর