পবিত্র ওমরাহ পালন করতে গেলেন ৭ ক্রিকেটার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আপাতত বিশ্রামে রয়েছেন। তবে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনেকেই।

এর মধ্যে পবিত্র ওমরাহ পালন করতে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াডের ৫ ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। এছাড়াও তাদের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও জাকির হাসান।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন এই ৭ ক্রিকেটার।

ওমরাহ পালন শেষে আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। এরপর সপ্তাহ খানেক পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২১ অক্টোবর বাছাইপর্বের শেষে ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা। বাছাইপর্ব উতরে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে টাইগারদের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর