এখন আদালত আমার কাছে ভালোই লাগে: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বলেন, এখন আদালত আমার কাছে ভালোই লাগে। এটা তো এখন সয়ে গেছে।

জামিনের পর আদালতে হাজিরা দিতে এসে কেমন লাগলো, আবার কবে হাজিরা দিতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন পরীমনি।

মাদক মামলায় হাজিরা দিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ঢাকা মহানগর হাকিম আদালতে আসেন পরীমনি। তার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

পরীমনি বলেন, গত কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছি। করোনা টেস্ট করিয়েছি, পজিটিভ আসেনি। টানা পাঁচ দিন বিছানায় পড়ে ছিলাম। আজ আদালতে গিয়ে ভালো লাগছে।

এর আগে ৩১ আগস্ট মাদক মামলায় জামিন পান পরীমনি। পরদিন ১ সেপ্টেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

পরে ৫ আগস্ট পরীমনির চারদিন, ১০ আগস্ট দুইদিন ও ১৯ আগস্ট আরও একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর