উত্থানের বাজারে লেনদেনে ধ্বস

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যিদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্মচেঞ্জ (ডিএসই) এ সূচকের উর্ধ্বমুখী প্বনতায় লেনদেন সমাপ্ত হয়। আজকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসুচক ডিএসইক্স ই্নডেক্সটি গতকালের তুলনায় ১৫.৯৬ পয়েন্ট বেড়ে ৭২০২.০৯ পয়েন্টে অবস্থান করে।

সূচকের উর্ধ্বমুখী আচরনেও গতকালের তুলনায় ঢাকা ষ্টক এক্মচেঞ্জ এ লেনদেন কমেছে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা। আজ ডিএসইতে ২ হজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি কোম্পনি ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৯টি কোম্পানির, বিপরীতে কমেছে ১৪৩টি কোম্পানির শেয়ার দর অপরদিকে অপরিবর্তিত ছিল ৪৩টি কোম্পানির শেয়ার দর।

দর বাড়ার তলিকায় থাকা ১৮৯টি কোম্পানির মধ্যে ১২৩টি ছিলো এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির ৪১টি, এন ক্যাটাগরির ৪টি এবং বাদবাকি ২১টি ছিলো জেড ক্যাটাগরির।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ৪০এর উপরে যে কোম্পানিগুলোর পিই রয়েছে সে কোম্পানিগুলোতে মার্জিন লোন না দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে। বাজার সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্তের ফলেই আজকের বাজরে লেনদেনের পতন হয়েছে।

অপর শেয়ার বাজার চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জন (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৪৬.৫২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২১ হাজার ৩১.১৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টির , কমেছে ১২৭টির। অপরিবর্তিত ছিলো ৩২টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর