কলকাতার ইডেন গার্ডেন্সে স্মৃতিকাতর সাকিব!

আইপিএলের ১২তম আসরে যোগ দিতে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার ইডেন গার্ডেন্সে পা রেখেই স্মৃতিকাতর হয়ে গিয়েছেন তিনি।

কেননা আইপিএলের শেষ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেওয়ার আগের সাত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। ইডেন গার্ডেন্সে অজস্র স্মৃতি আছে তাঁর। স্মৃতিকাতর সাকিব জানিয়েছেন,

‘কলকাতায় ফিরে আসলাম। ইডেন গার্ডেন্সে এতো দর্শকের সামনে খেলা দারুণ কিছু। এখানে আমার অনেক অনেক স্মৃতি আছে। আমরা এখন সামনের ম্যাচটি খেলতে মুখিয়ে আছি।’

কলকাতার হয়ে দুটি শিরোপা অর্জন করেছেন সাকিব। আইপিএলের ২০১৩ সালের মৌসুম বাদে সব মিলিয়ে কলকাতার জার্সিতে ৬০ টি ম্যাচ খেলেছেন সাকিব (চ্যাম্পিয়ন্স লীগ বাদে)।

ব্যাট হাতে করেছেন ২১.৬৭ গড়ে ৭৩৭ রান। বল হাতে সাকিব নিয়েছেন ৫৭ উইকেট। সেরা বোলিং ফিগার ১৭ রানের বিনিময়ে তিন উইকেট। গত আসরে সানরাইজার্সের হয়ে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও এবার তা ছুঁয়ে দেখতে চান সাকিব।

‘আমাদের সমর্থন করতে থাকুন এবং আমাদের উপরে বিশ্বাস রাখুন। আশা করি আমরা আমাদের শিরোপা ফিরিয়ে আনতে পারব।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর