আলফাডাঙ্গায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার,আটক-৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর ওয়াকিব সিকদার (২৪) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।এ ঘটনায় পুলিশ ওয়াকিবের বন্ধুসহ তিনজনকে আটক করেছে।

জানা যায়,ওয়াকিব বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের জলিল সিকদারের ছেলে।নিহত ওয়াকিব আলফাডাঙ্গা সরকারি কলেজের বিএ ২য় বর্ষের ছাত্র এবং লেখাপড়ার পাশাপাশি সে বিগত ৪ বছর যাবত আলফাডাঙ্গা সদরে অবস্থিত নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিল।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৯ মার্চ রাত ১০টার দিকে ওয়াকিবকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু।এরপর থেকে ওয়াকিবকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, ওয়াকিব পরপর ২দিন অফিসে অনুপস্থিত থাকার কারনে নাজমা মেডিকেয়ার ক্লিনিকের মালিক হারুন-অর-রশিদ বিভিন্ন লোকের সাথে কথা বলে তার খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।বৃহস্পতিবার বেলা ৪টায় ক্লিনিকের মালিক ওয়াকিবের বন্ধু বিল্লাল নামের এক ব্যক্তিকে সুকৌশলে ক্লিনিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।এতে বিল্লালের কথা-বার্তায় সন্দেহজনক মনে হয়।তারপর তিনি তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

তার দেয়া তথ্যের ভিক্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন কাঠাল বাগানের মধ্যে একটি ঝোঁপ থেকে ওয়াকিবের লাশটি উদ্ধার করে।পুলিশের জিজ্ঞাসাবাদে বিল্লাল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় একই গ্রামের বিল্লাল হোসেন, ইমন শেখ ও লাকিবউদ্দিন নামের তিনজনকে আটক করা হয়েছে।আটক বিল্লাল-ই ওয়াকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।কী কারণে ওয়াকিবকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর