মার্কিন বিমান হামলায় ২৭ তালেবান যোদ্ধা নিহত

আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ২৭ যোদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ২৭ জনকে হত্যার দাবি করছে আফগানিস্তানের সরকারও।

পেন্টাগন থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) এই তথ্য জানানো হয়। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সকে সহায়তা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।

এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের বিমানবাহিনীর হামলায় বৃহস্পতিবার রাতে ১৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া কাপিসা প্রদেশের নিজরাব জেলায় অপর বিমান হামলায় নিহত হয়েছে তালেবানের ১০ জন।

তবে বিবৃতিতে তালেবানের অবস্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু তাদের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে তালেবান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর