কুষ্টিয়ায় জামায়াত শিবিরের মিছিলে ০২ জন আটক

কুষ্টিয়া শহরে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শহরের বড় বাজার রেলগেট থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে সিঙ্গার মোড়ে শেষ হয়। ঝটিকা মিছিলের ৩ মিনিট ২৮ সেকেন্ডর একটি ভিডিও ফুটেজ দেশান্তর টিভি নামে এক অনলাইন টিভির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির মহসিন আলী মাস্টার ও সিনিয়র নায়েবে আমির রফিকুল ইসলামকে আটক করে।

ভিডিও ফুটেজে দেখা যায়,শহরের বড় বাজার রেল গেটে চত্বরে বিভিন্ন দিক থেকে দল বেঁধে প্লাকার্ড হাতে জামায়াত ইসলামের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা ‘নারায়েক তাকবির,আল্লাহু আকবর’ হামলার বিচার চাই, শান্তি চাই স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়। এ সময় মিছিলের ব্যানারে ইংরেজী ভাষায় জামায়াত ইসলামের আয়োজনে নিউজল্যান্ডে ক্রাইসচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদ মিছিল লেখা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেউ কিছু বুঝে উঠার আগে জামায়াত ইসলামীর ব্যানারে ঝটিকা মিছিলটি হঠাৎ করে শুরু হয়ে শহরের সিঙ্গার মোড়ে শেষ হয়। এরপর আর কাউকে দেখা যায়নি। মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর প্রশাসনের সদস্যরা সন্দেহমূলকভাবে এনএস রোডের ব্যবসায়ীদের কাছে মিছিলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, দুপুরে মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে জামায়াতের দুইজনকে আটক করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর