আবারো নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল!

ক্রাইস্টচার্চে মসজিদে নারকীয় হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ পূরণ হলো আজ। গত ১৫ মার্চ (শুক্রবার) জুমার নামাজ পড়তে গিয়ে ব্রেন্টন টেরেন্ট নামক সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিতে নিহত হন অন্তত ৫০ জন। সে ঘটনা খুব কাছ থেকে প্রত্যক্ষ করে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সবার ভেতরে আতঙ্ক ঢুকে পড়ায় ১৬ মার্চ (শনিবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন আশা করছেন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেও, পুনরায় তাদের দেশে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

স্থানীয় সংবাদমাধ্যমে রবার্টসন বলেন, ‘আমি আশা করছি সময়ের সঙ্গে খেলোয়াড় এবং দর্শকরা নিউজিল্যান্ডকে আবারো নিরাপদ দেশ হিসেবে বেছে নেবে এবং এ দেশে ভ্রমণ করবে। আমি নিশ্চিত যে তাদেরও জানা রয়েছে নিউজিল্যান্ডবাসী তাদের বরণ করে নিতে কোনো কার্পণ্য করবে না।’

এসময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের ব্যাপারে কিউই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্রায় এক মাসের বেশি সময় ধরে দুই দলের মধ্যকার সিরিজটা দারুণ জমজমাট ছিল। কিন্তু যেভাবে সমাপ্তি ঘটলো, ক্রিকেটের জন্য এটা আরও বেশি ঘটনাবহ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা চোখের সামনে যা দেখেছে তা ভয়াবহ ছিলো। আমি তাদের প্রতি আমার শোক ও সহমর্মিতা প্রকাশ করেছি। তবে নিউজিল্যান্ডের মতো জায়গায় এমন ঘটনা আগে থেকেই প্রতিহত করার উদ্যোগ নেয়ার দরকার ছিলো। যাতে বাংলাদেশের খেলোয়াড়দের এমন অভিজ্ঞতার সম্মুখীন না হতে হতো।’

আগামী বছরের অক্টোবরে পুনরায় নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে বাংলাদেশের। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে সে সফরে টি-টোয়েন্ট সিরিজ খেলবে টাইগাররা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর