ফারজানা সকাল,জাককানইবি প্রতিনিধিঃ স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বেশিরভাগ নারীই ক্যান্সারের ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করেন। তাই নারীদের সচেতন করার জোরটা বেশি, কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। কারণ, পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার দেখা দিতে পারে। যদিও পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম। এক হিসেবে দেখা যায় যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হন, সেই তুলনায় মাত্র ৩০০ জন পুরুষ এই রোগে আক্রান্ত হন।
উক্ত ধারণাকে মাথায় রেখে ২৩ জুন (রবিবার) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “Breast and Cervical Cancer Awareness and Screening” নামক সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ট্রেজারারসহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
উক্ত বিষয়টির প্রধান আলোচক হিসেবে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি শিক্ষার্থীদের ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো জানান, বিভিন্ন কারণে স্তন ক্যান্সার হতে পারে যেমনঃ খাদ্যাভ্যাস, জেনেটিক ও অভ্যন্তরীণ শারীরিক রাসায়নিক প্রক্রিয়ার কারণে।
স্তন ক্যান্সারের লক্ষণগুলি হলো :
• স্তনে চাকা বা পিন্ড
• নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া
• নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া
• চামড়ার রং বা চেহারায় পরিবর্তন
• বগলতলায় পিন্ড বা চাকা
প্রতি পাঁচ বছরে একবার অথবা নারীর বয়ঃসন্ধি কাল চলার পর থেকে মেনোপজ হওয়ার আগে বা নারীর পূর্ণজীবনকালে অন্ততপক্ষে একবার ব্রেস্ট ক্যান্সার অথবা টিউমার বিষয়ক পরীক্ষা করতে বলেন। এছাড়া স্থানীয় উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েও মহিলারা এ পরীক্ষা করতে পারেন যাতে রোগ গভীরতা লাভ করার আগেই সঠিক পদক্ষেপ নেওয়া যায়।
উল্লেখ্য অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন এন্ড রিসার্চ (সিসিপিআর) দেশব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম আয়োজন করে আসছে ২০০৭ সাল থেকে। ২০১৩ সালের। ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করার উদ্যোগ গ্রহণ করে এই সেচ্ছাসেবী সংগঠনটি।