আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে ফেনীতে শোভাযাত্রা

কাজী নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে রবিবার (২৩ জুন) সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং।

এছাড়া শোভাযাত্রায় সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঞা, রবিউল হক রবি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদস্য জহির উদ্দিন চৌধুরী মুকুট, হারুনুর রশিদ, বাহার উদ্দিন বাহার, সাইফুর রহমান সাইফু, সাহেদ উদ্দিন মিল্লাত, আবুল হাশেম, আশ্রাফুল আনোয়ার শিমুল, নুরুল আফসার কবির শাহজাদা, নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন রবিন, ইমন উল হক, শরিফুল ইসলাম অপুসহ ক্রীড়াবিদ, সংগঠকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর