বিধ্বংসী বাবর আটকা পড়লেন লুঙ্গীর হাতে

লুঙ্গীর হাতে ধরা ফড়লেন বাবর আজমদক্ষিণ আফ্রিকা, পাকিস্তান দুই দলেরই বাঁচা-মরার লড়াই। লর্ডসের মাঠে এ ম্যাচে শুরু থেকেই ঝলক দেখাচ্ছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করছে ইমরান খানের উত্তরসূরীরা।আজও বরাবরের ন্যায় দারুণ খেলছেন বাবর আজম।তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি। এরপর শতকের পথে পা রাখেন বাবর।সামনে বাধা হয়ে দাঁড়ালেন আন্দিল ফেহলুকায়ে। ২৩ বছলের ফেহলুকায়ের বলে লুঙ্গী এনগিদি হাতে ধরা পড়েন বাবর। ফেরার আগে সংগ্রহ করেন ৬৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪২ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ২২৯ রান।হারিস সোহেল ৪৫ এবং ইমাদ ওয়াসিম শূন্য রান নিয়ে ব্যাটিং করছেন।

এদিন টস জিতে যে সরফরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তা আপাতত সঠিকই বলা যায়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর