ইবির প্রগতিশীল শিক্ষক ফোরামের নির্বাচন শনিবার।

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধি: আগামী শনিবার (২৯ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনিবার্হী কমিটির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবছর ১৫ টি পদের বিপরীতে লড়াই করবেন ২৯ জন প্রার্থী। পরবর্তী সময়ে সভা করে বিজয়ীদের মধ্যে থেকে সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে নির্বাচিত করা হবে।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল মুঈদ। এ বিষয়ে তিনি বলেন, এবছর ১৫টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন এবং মোট ভোটার সংখ্যা রয়েছে ২৩৩ জন।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন ড. তপন কুমার জোদ্দার ও আইন বিভাগের শিক্ষক ড. সাজ্জাদুর রহমান টিটু বলে জানা গেছে।

উল্লেখ্য,গত ২২জুন মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে এবং ২৩ জুন ছিল ফরম জমা দেওয়ার শেষ তারিখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর