তাদের কাছে তো আমরা ক্রিকেটারই না

ভারতের বিপক্ষে হারের পর সেমিফাইনাল নিশ্চিত নিয়ে বেশ চাপের মধ্যে আছে পাকিস্তান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছেয়ে গেছে পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে করা ট্রলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোতে সাবেক ক্রিকেটাররা এক কথায় ধুয়ে দিচ্ছেন সরফরাজকে। এবার নিজেও মুখ খুললেন অধিনায়ক।

চলতি বিশ্বকাপের ৩০তম ম্যাচে রোববার (২৩ জুন) ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পাকিস্তানের মুখোমখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাবেকদের বেশ কড়া কথাই শোনালেন সরফরাজ। বলেন, তাদের কাছে তো আমরা ক্রিকেটারই না, সবাই সৃষ্টিকর্তা হয়ে বসে আছেন টেলিভিশনে।

ভারতের বিপক্ষে হারার পর সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বেশ কড়া ভাষাতেই সমালোচনা করেন দল ও অধিনায়কের। টুইট করেন দেশের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানও।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর