পরিবেশ বান্ধব চাতাল বয়লার ব্যবহার শীর্ষক সেমিনার

রাশেদুল হক, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ণ একাডেমীর (আরডিএ) গ্রন্থাগার হলরুমে ১৩ জুন রোববার সকাল ১০ টায় বিসিএসআইআর কর্তৃক উদ্ভাবিত মানসম্মত, নিরাপদ, দক্ষ ও পরিবেশ বান্ধব চাতাল বয়লার ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলার নিবন্ধিত বয়লার চাতাল মালিকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিসিএসআইআর এর সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) বিজয় ভূষন পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয়ের (বিরা ও বেখা) অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, উপ-প্রধান বয়লার পরিদর্শক রাজশাহী কার্যালয়ের উপ-প্রধান বয়লার পরিদর্শক মোহাঃ জিয়াউল হক, বিসিএসআইআরের পিপিএন্ডপিডিসি ঢাকার পিএসও প্রকৌশলী সরকার কামরুজ্জামান, এসএমই ফাউন্ডেশন ঢাকার ব্যবস্থাপক মোহাম্মদ খালেকুজ্জামান তালুকদার, বিসিএসআইআরের পিপিএন্ডপিডিসি ঢাকার সিনিয়র ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোঃ রবিউল আলম প্রমূখ। উপস্থিত শেরপুর উপজেলার নিবন্ধিত সকল বয়লার চাতাল মালিকদের মাঝে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআরের পিপিএন্ডপিডিসি ঢাকার পরিচালক প্রকৌশলী রুপেশ চন্দ্র রায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর