ফেনীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭৭০ জন শিশু

কাজী নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধি

ফেনী জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়েছে প্রায় দুই লাখ ৩৬ হাজার ৭৭০ জন শিশু।আজ শনিবার (২২ জুন) সকাল – ৮টা থেকে বিকেল-৪ টা পর্যন্ত জেলায় ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ২শ ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ ৭০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এর আগে শনিবার সকাল ৯টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজজামান।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর ও ফেনীর সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামান। ১ হাজার ১শ ৫টি অস্থায়ী ও ৩০টি ভ্রাম্যমান কেন্দ্রে শিশুদের পোলিও টিকা খাওয়ানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ক্যাম্পেইনে জেলার ৬ উপজেলায় ২৬শ ৩৬ জন টিকাদান কর্মী, ১শ ৯৪ জন এফডব্লিউ-এ কর্মী, ৭ জন স্বাস্থ্য পরিদর্শক, ১শ ২৫জন স্বাস্থ্য সহকারী, ৪০ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং দুই হাজার ২শ ৭০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর