কুমিল্লা কারখানায় ভয়াবহ আগুন

কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাসেল বিডি২৪লাইফকে বলেন, সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পাই। ওই মুহূর্তে ঘটনাস্থলে আমাদের ৪টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করলে আরও ২টি ইউনিট যোগ হয়। টানা ১ ঘন্টা পর কাজ করে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও কাজ চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর