বাংলাদেশের ব্যাটিং দেখে বুক ধড়ফড় করছিল

অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যে তাদের টেনশনে ফেলে দিয়েছিল মাঝে মধ্যেই, সেটা মেনে নিচ্ছেন অজি অধিনায়ক।

শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই চমকে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। চারশত ছুঁই ছুঁই স্কোরকে তাড়া করতে নেমে মাত্র ৪৮ রানে ম্যাচটা হারে বাংলাদেশ।

এনডিটিভির খবরে বলা হয়, ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ফিঞ্চ জানান, যখনই কোনও পার্টনারশিপ এগোচ্ছিল, বুক ধড়ফড় করছিল। বাংলাদেশের প্রশংসার পাশাপাশি নিজের দল সম্পর্কেও উচ্ছ্বসিত ছিলেন অজি দলপতি।

ফিঞ্চ বলেন, আমরা দারুণ ভাবেই ধারাবাহিক রয়েছি। আমাদের দলে এমন খেলোয়াড় আছেন, যাঁদের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। ব্যাট ও বলে ভালো জুটি বাঁধাটা খুবই গুরুত্বপূর্ণ।

৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে তারাই এখন শীর্ষে। তবে ফিঞ্চ বলেন, সেমিফাইনাল নিয়ে এখনই ভাবছি না। তবে আশার কথা আমরা প্রথম চারে জায়গা ধরে রেখেছি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর