তালায় ৭ পলাতক আসামি আটক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ ওয়েরেন্টের ৭ পলাতক আসামিকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার বাজার ও বাড়ি থেকে আসামিদের আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, উপজেলার বলরামপুর গ্রামের জীতেন দাসের দুই ছেলে মঙ্গল দাস ও কোমল দাস , একই গ্রামের মঙ্গল দাসের স্ত্রী মায়া দাস , ধুলন্ডা গ্রামের পবন দাসের স্ত্রী মিনাক্ষী দাস, উওম দাসের স্ত্রী শ্যামলী দাস, মৃত বিষ্টুপদ দাসের ছেলে উওম দাস ও আমজেদ গাজীর ছেলে সাইদুর গাজী,
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জানান, তাঁর নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে বুধবার রাতে থানার এসআই (নি:) মোঃ কামাল হোসেন , মদন মোহন অধিকারী , এএসআই (নি:) মোঃ মিজানুর রহমান , মনিরুজ্জামান শেখ , মোঃ ওসমান গনি , মোঃ জামিরুল ইসলাম ও মোঃ সেলিম হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহায়তায় তালা থানার নন-জি,আর,নং-০৮/১৯ এর আসামী মঙ্গল দাসকে , কোমল দাসকে , মায়া দাসকে , নন-জি,আর, নং-০৭/১৯ এর আসামী মিনাক্ষী দাসকে , শ্যামলী দাসকে, উত্তম দাসকে নিজ বাড়ি থেকে এবং জি,আর,নং-৩৯/১৬ ও জি,আর,নং-১৭১/১৭ এর আসামী সাইদুর গাজীকে জাতপুর বাজার হইতে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, আসামীদেরকে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর